যশোরে বিমানের যাত্রী কমেছে প্রায় ৩০ ভাগ

পদ্মা সেতু উদ্বোধনের পর যশোরে বিমানের যাত্রী কমেছে প্রায় ৩০ ভাগ

পদ্মা সেতু উদ্বোধনের ওর যশোরে বিমানের যাত্রী কমেছে প্রায় ৩০ ভাগ, পদ্মা সেতুর প্রভাব পড়েছে দেশের বিমান পরিবহন সেক্টরে। পদ্মা সেতু চালুর কয়েক দিনের মধ্যে যশোরে উড়োজাহাজে যাত্রী কমেছে

খুলনা এবং সাতক্ষীরার যাত্রীরা এখন বিমানবন্দরমুখীহচ্ছেন না বললেই চলে । এখন সরাসরি তারা পদ্মা সেতু দিয়ে যানবাহনে খুব কম সময়ে ঢাকা যাচ্ছেন। এ কারনে প্রায় অর্ধেক সিট খালি রেখে তিনটি এয়ারলাইন্সের বিমান যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে উড়াল দিচ্ছে

২০২০ সালে দেশে করোনা ভাইরাসের প্রভাব পড়ে দেশের বিমান সেক্টরে। প্রয়োজনীয় কাজ ছাড়া তখন মানুষ জেলার বাইরে মানুষ যাতায়াত করতেন না। তখন এক পর্যায়ে সরকার দেশের অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ করে দেয় ।

 

পরবর্তূতে ২০২১ সালের শেষ নাগাদ করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে প্রান ফিরে আসে বিমান সেক্টরে। বর্তমানে যশোর বিমানবন্দর থেকে ১৪ টি বিমান যাত্রী নিয়ে ঢাকায় যাতায়াত করে থাকে।

এর মধ্যে বাংলাদেশ বিমানের দুটি ফ্লাইট নিয়মিত যাতায়াত করে। এছাড়া বেসরকারি সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্সের ৭টি এবং নোভাে এয়ারলাইন্সের ৫টি ফ্লাইট চালু আছে কিন্তু পদ্মা সেতু তাদের ব্যবসার কাল হয়ে দেখা দিয়েছে।

সেতু উদ্বোধনের পর বিমানের যাত্রী ব্যপক হারে কমে যাওয়ায় বেসরকারি বিমান মালিকরা দুশ্চিন্তার মধ্যে পড়েছেন। গত ২৫ জুন পদ্মা সেতু চালুর ৫ দিনের মধ্যে যশোর ঢাকা রুটে যাত্রী কমেছে ৩০ ভাগ।

কমে যাওয়া যাত্রীদের বেশির ভাগ খুলনা ও সাতক্ষীরার। এ দুটি জেলার প্রায় সব বিমান যাত্রীরা পদ্মাসেতু হয়ে দ্রুততম সময়ে ঢাকায় যাতায়াত শুরু করেছে। এ কারনে প্রায় অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের কারনে যশোর- ঢাকা রুটের ১৪ টি ফ্লাইটের ব্যপক লোকসান হচ্ছে।

 

এ লোকসান এড়াতে বেসরকারি এয়ারলাইন্স কর্তৃপক্ষ নানাবিধ চিন্তা ভাবনা শুরু করেছে। ইতিমধ্যে নোভো এএয়ারলাইন্স তাদের দুটি ফ্লাইট কমিয়ে ফেলবে বলে জানা গেছে

এছাড়া যাত্রী ধরে রাখতে বাংলাদেশ বিমান, ইউ এস বাংলা এয়ারলাইন্স ঈদুল আজহায় বিশেষ অফার দিয়েছে

শুক্রবার (১ জুলাই) থেকে ১০ জুলাই পর্যন্ত শুধুমাত্র যশোর থেকে ঢাকা যাত্রী প্রতি নতুন ভাড়া নির্ধারণ করেছে তিন হাজার টাকা। বৃহস্পতিবার পর্যন্ত এ রুটে সকল বিমানে গড় ভাড়া ছিল সাড়ে ৪ হাজার টাকা। বর্তমান পরিস্থিতি বিবেচনায় তারা আগামীতে ভাড়া কমিয়ে আনার চিন্তা করছে বলেও জানিয়েছে।

গত শুক্রবার ১ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত শুধুমাত্র যশোর থেকে ঢাকার যাত্রীদের জন্য নতুন ভাড়া নির্ধারন করেছে ৩ হাজার টাকা। এ রুটে আগে সব বিমানের গড় ভাড়া ছিল ৪ হাজার। বর্তমান পরিস্থিতি বিবেচনায় তারা আগামিতে ভাড়া কমিয়ে আনার চিন্তা করছে বলে জানা গেছে

ডেক্স রিপোর্ট