যশোরে ভয়াবহ লোডশেডিং

যশোর জেলার মানুষ বহুদিন এত লোডশেডিং দেখেনি। বিদ্যুৎ চলে গেলে ৪/৫ ঘন্টা পরেও বিদ্যুৎ আসছে না। দিনে এভাবে বেশ কয়েক বার প্রায় এলাকাতে বিদ্যুৎ চলে যাচ্ছে। আর এটা শহরের চিত্র .. গ্রাম অঞ্চলের অবস্থা আরো অনেক বেশি শোচনীয়।

সাধারণত গ্রাম অঞ্চলে একবার বিদ্যুৎ গেলে তা আসতে অনেক সময় লাগে। এক কথায় খুব কম সময় গ্রাম অঞ্চলে বিদ্যুৎ নিরবচ্ছিন্ন থাকে। তাহলে স্বাভাবিক ভাবে অনুমেয় এখন গ্রাম অঞ্চলে কি দুরবস্থা।

এই প্রচন্ড গরমের দিন গুলিতে হঠাৎ বিদ্যুতের এমন ভয়াবহ লোডশেডিং এ যশোর বাসী অবাক, কারণ পূর্বে দীর্ঘ সময় যদি কোন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে তবে আগে থেকে বিদ্যুৎ বিভাগ মাইক এনাউন্স করে সেটা জনসাধারণ কে জানিয়ে দিত কিন্তু এবার কোন ঘোষনা ছাড়ায় এমন লোডশেডিং হচ্ছে । বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যশোরের মানুষকে বহুদিন এমন কষ্ট স্বীকার করতে হয়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, শুধু যশোর নয়, সারাদেশে এমন তীব্র লোডশেডিং হচ্ছে !

কিন্তু প্রশ্ন হচ্ছে কেন ?? সবারই এমন জিজ্ঞাসা

এ বিষয়ে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে,
আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বেড়ে যাওয়ায় দেশে বিদ্যুৎ উৎপাদন কমানো হয়েছে..
তাই লোডশেডিং এর মাধ্যমে ঘাটতি বিদ্যুতের সমন্বয় করা হচ্ছে !

ডেক্স রিপোর্ট