কালনা সেতু আগামী সেপ্টেম্বরে চালু হতে যাচ্ছে

দেশের মাটিতে ৬ লেনের সেতু ( কালনা) এই প্রথম
নিজস্ব প্রতিবেদক :

৬ লেনের সপ্নের কালনা সেতু আগামী সেপ্টেম্বরে চালু হতে যাচ্ছে ।  যশোর সহ আশেপাশের জেলার মানুষ পদ্মা সেতুর সুবিধা থেকে অনেখানি বঞ্চিত, কালনা সেতুর মাধ্যমে সেই সুবিধা পুরোপুরি ভোগ করতে পারবে এ অঞ্চলের মানুষ। সে কারনে নড়াইল যশোর সহ আশেপাশের কয়েক জেলার মানুষ অপেক্ষায় রয়েছে কালনা সেতু উদ্বোধনের।

 

আগামী সেপ্টেম্বরে যান চলাচলের জন্য খুলে দেওয়ার লক্ষ্য নিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলছে কালনা সেতুর নির্মাণ কাজ। ৯৫৯ দশমিক ৮৫ কোটি টাকা ব্যয়ে নির্মান হচ্ছে এই সেতু। নড়াইল যশোর সহ দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের ঢাকার সাথে যোগাযোগ সহজ করার জন্য মধুমতি নদীর উপর দৃষ্টিনন্দন এই ৬ লেনের সেতু নির্মানাধীন

জাইকার অর্থায়নে নির্মানাধীন এই সেতু নড়াইলের কালনাঘাট,ও গোপালগঞ্জের শংকর পাশার মাঝ দিয়ে প্রবাহিত মধুমতি নদীর উপর এখন প্রায় দৃশ্যমান।সওজ সুত্রে জানা গেছে চলতি বছরের সেপ্টেম্বর মাসে সেতুটি যান চলাচলের জন্য উউন্মুক্ত করে দেওয়া হতে পারে আর সে লক্ষ্য নিয়ে সেতুর নির্মান কাজ দ্রুত এগিয়ে চলছে। সওজ সুত্রে আর জানা গেছে এ পর্যন্ত সেতুর ৯১ শতাংশের বেশি কাজ শেষ হয়েছে ।

প্রকল্প সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে
এ সেতুর মুল ৪ টি লেনের ২টি তে দ্রত গতির আর ২টি তে কম গতির যানবাহন চলাচল করবে।
সেতুর দৈর্ঘ্য হবে ৬৯০ মিটার এবং প্রস্থ ২৭ দশমিক ১০ মিটার। সেতুর কাশিয়ানি পাশে ডিজিটাল টোল প্লাজা স্থাপিত হয়েছে ।

উউল্লেখ্য ২০১৫ সালের ২৪ জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা “কালনা সেতুর” ভিত্তি প্রস্ত র স্থাপন করেন।

সড়ক ও জনপথ সুত্রে জানা গেছে, কালনাঘাট থেকে ঢাকার দূরত্ব মাত্র ১০৮ কি:মি। নড়াইল থেকে কালনা সেতু ও পদ্মা সেতু দিয়ে ঢাকার দূরত্ব ১২৭ কি:মি।যশোর থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকার দূরত্ব হবে মাত্র ১৫৭ কিলোমিটার ।

বেনাপোল থেকে যশোর নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকার দুরত্ব হবে ১৯২ কিলোমিটার। ফলে নড়াইল, বেনাপোল যশোর, খুলনা সহ আশেপাশের সড়ক যোগাযোগে ঢাকার দূরত্ব কোথাও ১০০ কিলোমিটার কমে যাবে।

এছাড়া শিল্প শহর নওয়াপাড়া এবং মোংলা বন্দর ও সাতক্ষীরা স্থলবন্দররের যোগাযোগ সহজ হবে।

কালনা সেতু চালু হলে ফেরির জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষার ভোগান্তি থেকে যেমন মুক্তি পাবে এ অঞ্চলের মানুষ তেমনি কালনা সেতুর উভয় পারের অন্তত ১০ জেলার মানুষের যাতায়াত ও যান চলাচলের দুর্ভোগ লাঘব হবে

প্রিয় যশোর
………………