ভারতে টুরিস্ট ভিসায় ৩ মাসে একবার ও বিজনেস ভিসায় মাসে ৩ বার যাওয়া যাবে

বাংলাদেশি যাত্রীরা যারা ভারত ভ্রমণ করতে চান তারা ভারতে টুরিস্ট ভিসায় ৩ মাসে একবার ও বিজনেস ভিসায় মাসে ৩ বার যেতে পারবেন৷

ভারতে ভ্রমণ ভিসার মেয়াদ ৩মাস পূর্ণ না হলে পেট্রোপোল ইইমিগ্রেশন থেকে ফিরিয়ে দিচ্ছে কর্তৃপক্ষ। এ অভিযোগ করেছে ভোগান্তিতে পড়া যাত্রিরা

আগাম কোন ঘোষণা ছাড়াই ভারতীয় ইমিগ্রেশনের এই নির্দেশনার ওর বেনাপোল থেকে শত শত ভারতগামী বাংলাদেশি যাত্রী ফেরত যাচ্ছেন বলে জানা গেছে। । বেনাপোল আআন্তজার্তিক চেকপোস্ট ইমিগ্রেশন থানার ওসি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন পেট্রোপল ইমিগ্রেশন ভ্রমণ ভিসায় গমনকারীদের ভ্রমণের মেয়াদ তিন মাস পূর্ণ না হলে ফেরত পাঠাচ্ছে। তবে ব্যবসা, চিকিৎসা ও অন্যান্য ভিসায় পারাপার স্বাভাবিক আছে। উল্লেখ্য গত শুক্রবার ১জুলাই থেকে এ নিয়ম কার্যকর করেছে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

কেন ভারতীয় হাইকমিশন কর্তৃক এমন ব্যবস্থা কেন নিচ্ছে জানতে চাইলে ওসি মহোদয় বলেন” ভারতীয় কর্তৃপক্ষের দাবী, ভ্রমণ ভিসায় যারা যাতায়াত করেন, তাদের অধিকাংশই সেখানে ঘুরতে গিয়ে চিকিৎসা, ব্যবসা সহ বিভিন্ন কাজ করেন, এসব যাত্রী বিজনেস ও মেডিকেল ভিসায় গেলে কোন বাঁধা থাকবে না”

তবে এসব বিষয়ে পেট্রাপোল কর্তৃপক্ষের কোনো লিখিত নির্দেশনা তাদের কাছে নেই বলে জানান ওসি।

তবে এসব বিষয়ে পেট্রোপল ইমিগ্রেশনের কোনো লিখিত নির্দেশনা তাদের কাছে নেই বলে জানান বেনাপোল আআন্তজার্তিক চেকপোস্ট ইমিগ্রেশন থানার ওসি

হঠাৎ করে এই নিয়ম করায় অনেক ভারত গামী বাংলাদেশি যাত্রীরা হয়রানির স্বীকার হচ্ছেন

ডেক্স রিপোর্ট : প্রিয় যশোর