লোডশেডিং দিতেই হবে : শেখ হাসিনা

বিশ্বব্যাপী জ্বালানী তেলের দাম বৃদ্ধি পেয়েছে মূলত রাশিয়া – ইউক্রেন যুদ্ধের প্রভাবে। এমতাবস্থায় জ্বালানী তেল আমদানি, এল এন জি আমদানি এখন সাময়িক ভাবে বন্ধ রয়েছে। আর এই অবস্থায় বর্তমান পরিস্থিতি বিবেচনায় লোডশেডিং দিতেই হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শেখ কামাল আই টি বিজনেস ইনকিউবেটরের উদ্বোধনী অনুষ্ঠানে আজ বুধবার (৬ জুলাই) লোডশেডিং নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। তিনি এ অনুষ্ঠানে ভারচুয়ালি যুক্ত ছিলেন গণভবনে থেকে।

সরকার প্রধান বলেন আমরা বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছি,সে কারনে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে সক্ষম হয়েছি। প্রধানমন্ত্রী আরো বলেন মানুষের কল্যানে যা যা করা দরকার সে জিনিসটাই আমরা করেছি।

তিনি বলেন আপনারা জানেন, ইউক্রেন যুদ্ধের কারনে আমেরিকা, ইউরোপ রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যার ফলশ্রুতিতে তেলের দাম বেড়ে যাচ্ছে। প্রত্যেক টি জিনিসের দাম বেড়ে যাচ্ছে। এলএনজি’র দামও বেড়ে গেছে।

সরকার প্রধান বলেন করোনার কারনে শুধু আমরা নই ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো বিশ্ব। শুধু আমরা নই অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই। যুদ্ধের কারণে বিশ্বে বিভিন্ন জিনিসের মূল্য বৃদ্ধি পেয়েছে। বেড়েছে সারের মূল্য। এ সবের প্রভাব পড়েছে বাংলাদেশেরও।

ডেক্স রিপোর্ট
প্রিয় যশোর