পাসপোর্ট যাত্রীরা বেনাপোল ইমিগ্রেশনে বিপাকে।

সরকারী ছুটি ও ব্যক্তিগত ছুটি নিয়ে ঈদ উপলক্ষে প্রতিবেশী দেশ ভারত ভ্রমণের ধুম পড়েছে। দেশের দূর দুরান্ত থেকে বেনাপোলে আসা পাসপোর্ট যাত্রীরা বেনাপোল এসে পড়েছে বিপাকে।

ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে রোদ বৃষ্টিতে ভিজে রাত জাগা যাত্রীরা বিপাকে পড়েছেন বেশি। বিশ্রামের জন্য ৫০ টাকা ফি দিয়েও ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েছেন কেউ কেউ

বুধবার ৬ জুলাই সকাল ৬ টা থেকে বেলা ১.০০ টা পর্যন্ত ভারত গামী যাত্রীদের প্রায় অর্ধ কিলোমিটার লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে বেনাপোল চেকপোস্টে।

মাঝে মাঝে বৃষ্টি এবং রোদ গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন যাত্রীরা। সকাল সাড়ে ৭টা ও ১০ টার দিকে যাত্রীরা ভিজেছে বৃষ্টিতে। দূরের যাত্রীদের জন্য এভাবে ভারত ভ্রমণে অনেক দূর্ভোগ বয়ে আনছে, অনেক যাত্রী ভারত ভ্রমণের আগ্রহ হারিয়ে ফেলছে।

যাত্রীদের অভিযোগ ব্যংক থেকে ভ্রমণ ট্যাক্স কাটার সময় অতিরিক্ত ৫০ টাকা দিয়েছি। তারা জানায় এই ৫০ টাকা টার্মনাল ফি। মূলত টার্মনালে যে যে বিশ্রামাগার রয়েছে এটা সেই বাবদ ফি। তবে ওই ৫০ টাকার রশিদে ৪৭ টাকা লেখা থাকলেও নেওয়া হচ্ছে ৫০ টাকা

বরিশাল থেকে আসা এক যাত্রী জানান,আমি আমার বৃদ্ধ স্বামী কে নিয়ে চিকিৎসার জন্য ভারতে যাচ্ছি। কিন্তু ভারতে যাওয়ার আগেই বেনাপোল ইমিগ্রেশন পার হতে যেয়ে আমি নিজেও অসুস্থ হয়ে পড়েছি। দুইবার তাদের ভিজতে হয়েছে এবং সেই বৃষ্টির পানি গায়ে শুকিয়েছে। এতে ঐ যাত্রী ঝরনা রানীর স্বামীর অসুখ আরো বেড়ে গেছে।

বেনাপোল ইমিগ্রেশন থেকে পাসপোর্ট যাত্রীদের অনেকেই অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করেছেন। লাইনে দাড়ানো যাত্রী দের অনেকের দীর্ঘশ্বাস ফেলতে দেখা গেছে। কেউ কেউ আবার বলছে বিশ্রামের কথা বলে যাত্রী প্রতি ৫০ টাকা নিয়ে আরো ভোগান্তিতে ফেলেছে যাত্রীদের।

এ ব্যপারে জানতে চাইলে বেনাপোল স্থল বন্দরের উপ- পরিচালক মামুন তরফদার জানান..
এ বিষয়ে আমাদের কিছুই করার নেই। উর্দ্ধতন কর্মকর্তাদের মতামতে ৪৭ টাকা টার্মিনাল ফি নেওয়া হচ্ছে। বাথরুম এবং ট্রলির ব্যবস্থা আছে যাত্রীদের জন্য

বেনাপোল ইমিগ্রেশনের ওসি ইলিয়াস হোসেন জানান, আমরা যাত্রীদের সেবা দিয়ে যাচ্ছি এবং পাসপোর্ট যাত্রীরা যাতে দ্রুত ভারত গমন করতে পারে তার জন্যে সকল ইমিগ্রেশন ডেস্কে কাজ চলছে বিরতিহীন ভাবে।

ডেক্স রিপোর্ট: প্রিয় যশোর