গলায় ফাঁস এর টিকটক’ এর ভিডিও করতে গিয়ে কিশোরীর মৃত্যু

গলায় ফাঁস এর টিকটক’ এর ভিডিও করতে গিয়ে অকাল মৃত্যু হয়েছে এক কিশোরীর

বৃহস্পতিবার বিকেল চারটার দিকে (৭ জুলাই) নোয়াখালী জেলার চাটখিল উপজেলার খিল পাড়া ইউনিয়নের শিবপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে

জানা গেছে টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে নিহত কিশোরী শিবপুর গ্রামের মঞ্জুরুল ইসলামের কন্যা এবং সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিলো

স্থানীয় ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য জনাব সাদ্দাম হোসেন জানান , বিকেলে পরিবারের সকল সদস্যদের অজান্তে সানজিদা ঘরের আলমারি উপর উঠে তারপর ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস নেয়ার টিকটিক ভিডিও ধারণ করতে যান।

তখন তার হঠাৎ অসাবধানতাবশত পা ফঁসকে যায়। তখন আলমারি থেকে পড়ে গেলে ওড়না পেঁচিয়ে ফাঁস লাগে তার গলায়

দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াসউদ্দিন জানান, সানজিদা’র মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। এবং যথাযথ আইনি প্রক্রিয়া চলমান আছে বলে তিনি জানান।

ডেক্স রিপোর্ট
প্রিয় যশোর