নির্বাচনী প্রচারে বক্তৃতা করার সময় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে।
জাপানের সম্প্রচার মাধ্যম এন এইচ কে জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকালে এক ট্রেন স্টেশনের কাছ্র নারা শহরে নির্বাচনী পথসভায় বক্তৃতা দেওয়ার সময় পেছন থেকে গুলি করা হয় ৬৭ বছর বয়সী শিনজো আবে কে।
গুলিবিদ্ধ হয়ে আবে ঘটনাস্থলে লুকিয়ে পড়লে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকরা কয়েক ঘন্টা পর তাকে মৃত ঘোষনা করেন
আবে দুই দফায় জাপানের প্রধানমন্ত্রী ছিলেন,পাশাপাশি টানা সবচেয়ে বেশিদিন তিনি জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন
শিনজো গুলিবিদ্ধ হওয়ার পরেই সন্দেহ ভাজন হামলা কারীকে আটক করে নিরাপত্তা বাহিনী। সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে কে গুলি করার পরেও হামলা কারী তেতসুইয়া ইয়ামাগামি ঘটনাস্থলেন দাঁড়িয়ে ছিলেন তবে অস্ত্রটি হাত থেকে ফেলে দেন। সেখানেই তাকে আটক করে নিরাপত্তা বাহিনী, এবং অস্ত্রটিও উদ্ধার করে।
অস্ত্রটি হাতে তৈরী বলে প্রতিবেদনে বলা হচ্ছে
প্রিয় যশোর ডেস্ক রিপোর্ট