যশোর কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৭.৩০ মিনিটে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে

যশোর পৌরসভার সার্বিক ব্যবস্থাপনায় বরাবরের মতো পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। ঈদের জামাতের সময় নির্ধারন করা হয়েছে সকাল ৭.৩০ মিনিটে

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যশোর ঈদগাহ সেজেছে নান্দনিক সাজে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ঈদের জামাতে নামাজ পড়তে আসে যশোর কেন্দ্রীয় ঈদগাহে।

উল্লেখ্য ঈদুল ফিতরের নামাজ পড়তে এসে মুসল্লিরা পড়েন বিপাকে। ঈদের জামাতের সময় বৃষ্টিতে ভিজে অনেকেই তখন পৌরসভার ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

এবার পৌরসভার ব্যবস্থাপনায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মুসল্লিরা বৃষ্টিতে যেন গত বারের মতো বিড়ম্বনার না পড়েন সে কারনে ত্রিপলের ব্যবস্থা করা হয়েছে। রোদ এবং বৃষ্টিতে এবার আর মুসল্লিরা বিপাকে পড়বেন না।

যশোর পৌরসভার সার্বিক ব্যবস্থাপনায় যশোর বাসীর অনেকেই সন্তুষ্টি প্রকাশ করেছেন।

ডেক্স রিপোর্ট: প্রিয় যশোর