যশোরের বিমা বিমান অফিস মোড়ে রফিকের ব্যক্তিগত অফিসে তরুনী কে ধর্ষনের অভিযোগে ৪ জন কে আটক করা হয়েছে।
যশোর কোতয়ালী থানার বউ বাজার সিটি কলেজ এলাকার ১৬ বছর বয়সী এক তরুনী’র সাথে একই এলাকার আব্দুর রশিদের ছেলে আকাশ (২০) প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এবং সেই সম্পর্কের সুত্রে তারা ৯ জুলাই সন্ধ্যায় মেলায় ঘুরতে যায়।
মেলায় ঘুরতে গেলে সেখান থেকে প্রেমিক আকাশ তরুনী ( নাম প্রকাশ করা হলো না) কে তার দুই বন্ধু তাওসিন বিল্লাল ও আরাফাত কে সাথে নিয়ে রাতে যশোর বিমান অফিস মোড়ের রফিক ইসলামের দ্বিতল ভবনের অফিস কক্ষে মাদকের আড্ডায় নিয়ে যায়।
উক্ত অফিস কক্ষে রফিকুল ইসলামের দেহরক্ষী হিসেবে পরিচিত পুরাতন কসবা কাজীপাড়ার বছির আহম্মেদ এর ছেলে শহীদ (৪৩) আকাশের প্রেমিকা কে জোর করে ধর্ষন করে।
পরবর্তীতে আরাফাত এবং অন্যান্যরা ধর্ষনের চেষ্টা করলে মেয়েটি চিৎকার করে। ঘটনা টিকে ধামাচাপা দিতে আকাশ, আরাফাত, ও বিল্লাল মেয়েটিকে নিয়ে ফেরত দিতে গেলে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে দায়িত্বরত টহল পুলিশ কে ডেকে ধর্ষিতা তরুুণী সব কথা বলে দেয় তখন অপরাধীরা দৌঁড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে । আটকের সময় ভোর ৫:৩০ ঘটিকা ।
পরবর্তীতে দুপুর ১.১০ ঘটিকায় আটককৃতদের তথ্যের ভিত্তিতে রফিকুল ইসলাম ওরফে ঢোল রফিক কে কাঠাঁলতলা হতে টহল পুলিশ আটক করে।
উক্ত ঘটনা সংক্রান্তে ধর্ষিতা তরুনী বাদী হয়ে এজাহার দায়ের করলে নারী ও শিশু নিয়ে নির্যাতন দমন আইনে মামলাটি রুজু হয়। গ্রেফতারকৃত দের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সূত্র : মিডিয়া সেল, পুলিশ সুপার যশোর
ডেস্ক নিউজ
প্রিয় যশোর